প্রিন্ট এর তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
মৌলভীবাজারে সাংবাদিককে হুমকি: স্বাধীন সাংবাদিকতার ওপর বাড়ছে চাপা
নিজস্ব প্রতিবেদক ||
মৌলভীবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মৌলভীবাজার টিভি এর জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রকি এক ছাত্রসংগঠনের নেতার প্রকাশ্য হুমকির মুখে পড়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও উদ্বেগের ঝড় উঠেছে। ফেসবুক পোস্টে রকির অভিযোগ বুধবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে রকি দাবি করেন, তার সাম্প্রতিক অনুসন্ধানী সংবাদগুলো “কিছু স্বার্থান্বেষী মহলের অস্বস্তির কারণ হওয়ায়” জেলার একটি ছাত্রসংগঠনের এক ক্ষুদ্র নেতা তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে।রকি বলেন -“আমার নিউজ বা চলাফেরা নাকি সুবিধাজনক নয়। আর যদি বেশি বাড়াবাড়ি করি, আমাকে দেখে নেওয়া হবে—এমন হুমকি দিয়েছে জেলার তথাকথিত দুই দিনের এক ছাত্রনেতা।”ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ পাঠক ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লেখেন—একজন সাংবাদিককে হুমকি দেওয়া মানে সত্য প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।স্থানীয় সাংবাদিকরা বলেন— “একজন সাংবাদিককে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে। দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।”রকি জানান— “আমি দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করি। কাউকে হেয় করার জন্য নয়, সত্য প্রকাশই আমার লক্ষ্য। হুমকি দিয়ে সত্যকে থামানো যাবে না।”নেটিজেনরা লিখছেন-সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে অনুসন্ধানী প্রতিবেদন ব্যাহত হবে সমাজে ভীতি ও অস্থিরতা তৈরি হবে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় মহল বলছে ঘটনাটি ইতোমধ্যে মৌলভীবাজারের আলোচিত জন-ইস্যুতে পরিণত হয়েছে।
সম্পাদক: ইমদাদুল হক । প্রকাশক: তানবির খান
কোর্ট রোড মৌলভীবাজার-৩২০০
কপিরাইট © ২০২৫ Daily Moulvibazar । সর্বস্বত্ব সংরক্ষিত